1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে দোহা থেকে রওনা হচ্ছে কাতার আমীরের সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার দুপুরে সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২৯ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে চিঠি লেখেন বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় গতকাল বুধবার বিকালে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল। তার চিকিৎসায় সহায়তা করতে গতকালই যোগ দেন চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল। এর আগে গত ১ ডিসেম্বর চীনের চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি দল ঢাকায় আসে।

অন্যদিকে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রামণের অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সূত্র মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com