Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

খেলাধুলার পাশাপাশি দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে হবে:এমএ মান্নান

দক্ষিণ সুনামগঞ্জ::

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নয়নের মহা সড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোড মডেল। স্বাধীনতার পরে কোন সরকারই এতো উন্নয়ন করতে পারে নাই। আওয়ামী লীগ মানেই উন্নয়ন।’
তিনি বলেন, ‘খেলাধুলার উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সরকার খেলাধুলার উন্নয়নে খুবই আন্তরিক। এজন্য খেলাধুলার স্বার্থে দক্ষিণ সুনামগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। পাশপাশি বিভিন্ন বিদ্যালয়ে খেলাধুলার জন্য মাঠ সংস্কারের জন্য ইতিপূর্বে বিশেষ বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।’
বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা ইউনিয়নের পশ্চিম পাগলা শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশ্চিম পাগলা শাপলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. কয়ছর আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক আশীষ চক্রবর্তী ও জাবেদ নুরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে
বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মো. আনছার উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান সিতাংশু শেখর ধর সিতু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সহ দপ্তর সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, উপজেলা যুবলীগ সদস্য মো. সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা প্রথম পুরস্কার দাতা বীরেন্দ্র কুমার দাস, মফিজুর রহমান, মুজিবুর রহমান, সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন শাহীন আহমদ।
খেলায় প্রথম স্থান অধিকার করেছে দূরন্ত স্পোটির্ং ক্লাব, দ্বিতীয় স্থান অধিকার করে দুর্বার ক্রীড়াচক্র, ও তৃতীয় স্থান লাভ করে কেএসপি স্পোর্টিং ক্লাব ।

Exit mobile version