Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হোন: বাম গণতান্ত্রিক জোট

কামরুল ইসলাম মাহি, সিলেট :: নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকির সরকার গঠন, সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকালে সিটি পয়েন্টে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেন সুমন, বাসদ (মা) জেলা সদস্য হুমায়ূন রশীদ শোয়েব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমদ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের নাবিল এইচ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শোষণ-বৈষম্য, রুটি-রুজির সংকট, বেকারত্ব, গুম-খুন-সন্ত্রাস, জানমালের নিরাপত্তাহীনতা এসবে জনজীবন বিপর্যস্ত। জনপ্রিয়তা হারিয়ে মহাজোট সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার সমূহর রুদ্ধ করে দমন-নিপীড়নের পথে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন অব্যাহত রেখেছে।

বক্তারা, ভোটাধিকার সহ জনগণের অধিকার রক্ষার আন্দোলনে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Exit mobile version