Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গনহত্যা বন্ধের দাবীতে জগন্নাথপুরের রসুলগঞ্জে বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা গনহত্যা, অমানবিক নির্যাতন ও বর্বর অত্যাচার বন্ধের দাবীতে জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ রাজারে শত শত ধর্মপ্রাণ মুসলামদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ২টায় পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসা ও রসুলগঞ্জ বাজার জামে মসজিদ এবং বৃহত্তর রসুলগঞ্জ এলাকার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে প্রথমে মানববন্ধব কর্মসুচী অনুষ্ঠিত হয়। পরে পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসার সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম ও সিলেট মহানগর ছাত্রদল নেতা আবু সাকেরের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা মহি উদ্দিন এমরান, রসুলগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা ছদরুল আমীন, চন্দন মিয়া ছৈদুননেছা কলেজের সভাপতি পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুল আলম, আঞ্জুমানে আল ইসলাহ’র জগন্নাথপুর পৌর শাখার সভাপতি রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা হক, সুনামগঞ্জ জেলা তালামীযে ইসলামীয়ার সহ-সাধারন সম্পাদক আব্দুল করিম সোহাগ,

আঞ্জুমানে আল ইসলাহ’র পাটলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, রসুলগঞ্জ বাজারের ব্যবসায়ী মইনুল ইসলাম, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কওছর মিয়া, মইজপুর গ্রামের বাসিন্দা হাবিব মিয়া, চন্দন মিয়া ছৈদুন্নেছা কলেজের ছাত্র ফাহিম আহমদ, তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা পূর্ব শাখার সাধারন সম্পাদক ছালেহ আহমদ ছালিক, তালামীযে ইসলামীয়া পাটলী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারন সম্পাদক আব্দুল মাজেদ, রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসার ছাত্র হাফিজ আসাদ উল্ল্যা, সালমান আহমদ, তরিকুল ইসলাম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মো: মানিক, পাটলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য খালিদ হাসান খালেদ, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হীরা মিয়া, সমাজসেবী কিম্মত আলী, ছাদিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আব্দুল জিলানী আবু, আঞ্জুমানে আল ইসলাহ পাটলী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক শাহনুর আলী, রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ওমর ফারুক, সহকারী শিক্ষক সৈয়দ ইব্রাহিম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুন নূর, আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম, সমাজসেবী আব্দুল মোমিন, চন্দন মিয়া ছৈদুন্নেছা কলেজের প্রভাষক মেহেদী হাসান, লোহারগাঁও আল ইহসান মাদ্রাসার শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ, মোয়াজ্জিন নুরে আলম, বাহা উদ্দিন বাবুল, রসুলগঞ্জ বাজারের ব্যবসায়ী আকবর আলী, সোনা মিয়া, আব্দুশ শহীদ, ডা: রফিক মিয়া, ফটিক মিয়া, সুনু মিয়া, রুমিন আহমদ, সুবেল মিয়া, উজ্জল বাবুর্চি, আব্দুল বাছিত, তালামীয নেতা সুজন মিয়া, আনোয়ার হোসেন, পারভেজ মিয়া, মোহাম্মদ আলী, মাসুদুর রহমান মজনু, জাকারিয়া, জুবায়ের আহমদ প্রমূখ। পরে মোনাজাত পরিচালনা করেন রসুলগঞ্জ জামেয়া ক্বোরআনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী শামছুল হক। সমাবেশ শেষে অং সান সু চির কুশপত্তলিকা দাহ করা হয়। এর পূর্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, কুপিয়ে হত্যা, নারীদের উপর নির্যাতনসহ ঘর বাড়ি জ্বালিয়ে দেয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গনহত্যা বন্ধ করনের দাবী জানান।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version