Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গভীর রাত পর্যন্ত জগন্নাথপুরে চলছে শেষ মুহুর্তের ঈদের কেনাকাটা বেড়ে গেছে চুরির উপদ্রব

স্টাফ রিপোটার: শেষ মুহুর্তে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা সদর বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। গভীর রাত পর্যন্ত চলছে ঈদ বাজার। কেনাকাটা জমে উঠার পাশাপাশি চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত কয়দিনে উপজেলা সদরে আসাদ উল্যাহ মাকেটের সামনের এলাকা থেকে দুটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সুযোগ সন্ধানী মোটর সাইকেল চোররা ক্রেতাসেজে এসে মোটর সাইকেল নিয়ে চম্প দিচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শহরের ব্যস্ততম এলাকা টিএন্ডটি রোডের আল-জান্নাত প্লাজার সামন থেকে একটি ডিসকোভারী মোটর সাইকেল চোরেরা নিয়ে যায়। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের ফরিদ মিয়ার একটি ডিসকোভারী মোটর সাইকেল (সিলেট-ল-১১-৩৫৬৪) আল-জান্নাত প্লাজার সামনে রেখে মার্কেটের ঝলক ফ্যাশনে ঈদ বাজার করতে যান। আধ ঘন্টা পর দোকান থেকে ফিরে এসে মোটর সাইকেলটি খুজে পাওয়া যায়নি। মোটর সাইকেল চুরির ঘটনাটি দ্রুত পৌর শহরে ছড়িয়ে পড়লে ঈদ বাজারে গাড়ি নিয়ে আসা ক্রেতাদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। এছাড়াও সৈয়দপুর গ্রামের সৈয়দ মিজানের ডিসকভারী মোটর সাইকেলটি চোরোর আসাদ উল্যাহ মাকেটের সামনে থেকে চুরি করে নিয়ে যায়। চোরদের কবল থেকে গাড়ি রক্ষা করতে অনেকেই ঈদ বাজার না করেই নিজ গাড়ি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। মোটর সাইকেল চুরির ঘটনায় ফরিদ মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও ছোটখাটো চুরির ঘটনা ঘটছে অহরহ। জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, মোটর সাইকেল চোরচক্রকে সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

Exit mobile version