Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গুজব রোধে জগন্নাথপুরের মসজিদে মসজিদে বয়ান, ডেঙ্গু থেকে রক্ষায় মোনাজাত

ছেলেধরা গুজব রোধে সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মসজিদে ইমামগণ বয়ান পেশ করা করেছেন। আজ শুক্রবার জুম্মার নামাজের পূর্বে জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে
মসজিদ, উপজেলা সদর মসজিদ, আছাবুনেচ্ছা জামে মসজিদ, থানা মসজিদ, ইকড়ছই
কেন্দ্রী মসজিদ, ইকড়ছই জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে ইমামগণ বয়ান
দেন। ইমামগণ তাঁদের বয়াণে বলেন, দুষ্কৃতিকারীরা ছেলেধরা গুজব ছড়িয়ে
দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো
হয়। তাঁরা আরো বলেন, যদি কাহারো ছেলেধরা সন্দেহ হয় তাহলে বিষয়টি পুলিশকে
অবহিত করবেন। আইন নিজের হাতে তুলে নিবেন না। কারণ মানুষ হত্যা করা
মহাপাপ।
উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেধরা
গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে। এছাড়াও ডেঙ্গু মশার
আক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় আল্লাহপাকের দরবারে আমরা মোনাজাত করা
হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গুজব রোধে আমরা প্রতিদিন জগন্নাথপুরের সর্বত্রজুড়ে প্রচার প্রচারণা সভা সমাবেশ চালিয়ে যাচ্ছি। হাটবাজারগুলোতে মাইকিং করা হচ্ছে। জনসচেতনার জন্য গুজব রোধে জগন্নাথপুরের মসজিদে মসজিদে ইমামগণ বয়ান দিয়েছেন।

Exit mobile version