Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গোলাম রাব্বানী ভূঁইয়া’র মরদেহ রোববার জগন্নাথপুরে আসছে, বাদআসর জানাজা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডস্থ ভূঁইয়াবাড়ি’র বাসিন্দা পৌরশহরের আছাবুনেচ্ছা জামে মসজিদের প্রতিষ্ঠাতা মোতোওয়াল্লি, জগন্নাথপুর ডিগ্রী কলেজে গোলাম মোস্তফা বিজ্ঞান ভবনের দাতা বিশিষ্ট সমাজসেবক, দানশীল, শিক্ষানুরাধী আলহাজ্ব গোলাম রাব্বানী ভূঁইয়া’র মরদেহ আগামীকাল রোববার বাংলাদেশে আসছে। যুক্তরাজ্য থেকে একটি বিমানযোগে সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের শাহজালাল ওসমানি বিমানবন্দর এসে পৌছাবে বলে মরহুমের পারিবারিক সুত্র থেকে জানা গেছে। সেখান থেকে মরহুমের মরদেহ বাসভবনে নিয়ে আসা হবে। বাদ আসর পৌরশহরের ইকড়ছই সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে আছাবুনেচ্ছা জামে মসজিদে প্রাঙ্গনে গোলাম রাব্বনী ভূইয়া পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মরহুমের চাচাত্ব ভাই ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা শাহ আলম ভূঁইয়া।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি প্রায় দুই বছর পূর্বে যুক্তরাজ্যে পরিবারের লোকজনের সঙ্গে বসবাস করে আসছিলেন।

Exit mobile version