Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গ্রিসে ৩ বাংলাদেশীসহ ২৬ জন গ্রেফতার

হতিন বাংলাদেশীসহ ২৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে গ্রিসের পুলিশ। বাকি ২৩ জন পাকিস্তানি। একটি ভ্যানে করে তাদেরকে বহন করা হচ্ছিল। এ সময় গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর থিসালোনিকিতে পুলিশ ওই ভ্যানের গতিরোধ করে। এ সময় এর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাকে ধরে ফেলে। গ্রিস থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ঘটনাটি রোববার সকালের।

কর্তৃপক্ষ বলেছে, আটক ওই গ্রিক ব্যক্তি একটি গুদামের ইনচার্জ। সেখানে আটকে রাখা হয়েছিল ১২ জন পাকিস্তানিকে। তাদের কাছে অর্থ দাবি করে আটকে রেখেছিল পাচারকারীরা। পুলিশ বলেছে, ২৬ অভিবাসী সহ ওই ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গুদামঘরে। এ জন্য তারা প্রতিজন ২০০০ ইউরো করে অর্থ পরিশোধ করেছে। কথা ছিল তাদেরকে নদীপথে তুরস্ক ও গ্রিসকে বিভক্তকারী নদী পাড় করে পরে থেসালোনিকি শহরে পৌঁছে দেয়া হবে।

Exit mobile version