Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে সংর্বধনা্

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন এর উদ্যোগে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেণ্ট মুতাছিরুল ইসলাম কে সম্বর্ধনা প্রধান করা হয়েছে। মঙ্গলবার ম্যানচেষ্টারের স্থানীয় লংসাইডে গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব। এসোসিয়েশনের ডিপুটি জেনারেল সেক্রেটারি গাওছুল ইমাম চৌধুরী সুজন এর পরিচালনায় শুরুতেই প্রবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল মসজিদের সাধারন সম্পাদক মালিক সওদাগর। অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মইনুল আমিন বুলবুল, শাহজালাল মসজিদের চেয়ারম্যান সোরাবুর রহমান, সামছুউদ্দিন আহমেদ এমবিই, আবুল কাসেম, এসোসিয়েশনের সহ সভাপতি সেকুল ইসলাম, সুরুজ্জামান মন্নান, সুরুক মিয়া, ম্যানচেস্টার যুবলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কাওসার, সৈয়দ সাদেক আহমেদ, আমিনুল হক ওয়েছ
সভাপতি আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ, মামুন আহমেদ, আলী হুসেন, এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক শফিক মিয়া, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুর রশিদ খোকন, ফয়সল চৌধুরী, ফয়জুল হক জুয়েল সাধারন সম্পাদকআব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ, কামাল আহমেদ, জসীম আহমেদ প্রমুখ। সম্বর্ধিত অতিথি মুতাছিরুল ইসলাম বলেন বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বৃটেন-বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিক, ঐতিহ্যগত এবং কয়েকশ বছরের।তিনি বলেন এই সম্পর্ককে আরো সৃদৃঢ় করতে প্রয়োজন ব্যাবসা বানিজ্যের প্রসার এবং বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার একটি ব্যবসা বান্ধব সরকার। তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহবান জানান। বক্তারা হবিগঞ্জের উন্নয়নে সাবেক ছাত্র নেতা মুতাছিরুল ইসলামের প্রশংসা করেন পাশাপাশি আগামী পৌরসভা নির্বাচনে প্রাথী হওয়ার জন্য জোর দাবী জানান। সভা শেষে গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন ও গ্লোবাল ফোডের পক্ষ থেকে মুতাছিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

Sent from my iPhone

Exit mobile version