Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঘূর্নিঝড় ‘তিতলি’ আঘাত এনেছে ভারতে

জগন্নাথপুর২৪ ডেস্ক ::
ভারতের দুই রাজ্যে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’। আজ ভোরে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার মাঝামাঝি এলাকায় প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’।
ঝড়টির বাতাসের গতিবেগ রেকর্ড হয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার পর্যন্ত। এতে বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি বিধ্বস্ত ও প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভূমিধসের খবর পাওয়া গেছে। এখনো প্রাণহানীর কোনো খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার পর থেকে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলে আঘাত হানে। ভারতের আবহাওয়া অফিস জানায়, অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় আঘাত হানার সময় ‘তিতলি’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত।
অন্ধ্র প্রদেশে আঘাত হানার পর এটি উত্তর দিকে উড়িষ্যার গানজাম জেলায় আছড়ে পড়ে। এ সময় এর তীব্রতা কিছুটা কমে যায়। সেসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত।
সুত্র কালের কণ্ঠ

Exit mobile version