Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চলন্ত ট্রাক ঘরে ঢুকে প্রাণ গেল স্কুলছাত্রীর

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বগুড়ার নন্দীগ্রামে সড়কের পাশে ঘরে চলন্ত ট্রাক ঢুকে রিতা খাতুন (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ সময় অল্পের জন্য তার বাবা ও মা রক্ষা পেয়েছেন।

রোববার রাতে উপজেলার গুন্দইল সড়কপাড়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশের বস্তিঘরে আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ কুন্দাহার ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নন্দীগ্রাম পৌরসভার গুন্দইল সড়কপাড়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে রাজু খন্দকারসহ বেশ কয়েকজন বেড়ার ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। রোববার রাত ২টার দিকে একটি আম বোঝাই ট্রাকের (যশোর-ট-১১-১০৮৭) চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাজুর ঘরে ঢুকে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় ঘুমন্ত শিশু রিতা ঘটনাস্থলেই মারা যায়। অল্পের জন্য তার বাবা রাজু ও মা সনেকা বেগম বেঁচে যান। রাজুর নিহত মেয়ে রিতা স্থানীয় হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নন্দীগ্রাম থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক জানান, ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে।

Exit mobile version