Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চলে গেলেন না ফেরার দেশে জগন্নাথপুরের প্রবীন শিক্ষক আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিনের পিতা আলহাজ্ব আব্দুর রহিম ইন্তেকাল করেছেন। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল (৮৫) বছর।
সোমবার বেলা সাড়ে তিন টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শুক্রবার রাতে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার রাতে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

তিনি সপ্তাহখানিক আগে ব্রেইন স্টোক করেছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলববার সম্ভাব্য সময় সকাল ১১ টায় স্থানীয় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হবে বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জেলা বিএনপি নেতা এডভোকেট সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সোহেল, পৌর মেয়র আব্দুল মনাফ, সাবেক মেয়র আক্তার হোসেন,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ,যুক্তরাজ্যে যুবলীগের যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদজগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র ওয়েব মাস্টার অরুপ সরকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলেয়ার হোসাইন, পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবদল নেতা আব্দুল হাসিম ডালিম, এমএম সোহেল, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ হোসেন, রুহেল হোসেন, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ।

মরহুম আব্দুর রহিম মাষ্টার শিক্ষকতার পাশাপাশি এলাকার শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ছিলেন। তিনি ১৫ বছর জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version