Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রোজা। আজ তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হবে রোজার আনুষ্ঠানিকতা। তবে করোনা সংক্রমণ ঠেকাতে মসজিদে এশা ও তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও দুইজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। বাকিদের ঘরে বসে তারাবি আদায় করতে হবে। সরকারি এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে। এজন্য শনিবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে এটা অনেকটা নিশ্চিত ছিল। আজ রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।
প্রথম রোজায় সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শুক্রবার রাত ৪টা। ইফতার শনিবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট।
রমজানের রোজা মুসলমানদের জন্য অপরিহার্য আমল। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর এই রোজা ফরজ। অন্যান্য ইবাদতের চেয়ে রোজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। অন্য সব ইবাদতে ফাঁকি দেয়ার সুযোগ থাকলেও রোজায় ফাঁকি দেয়ার সুযোগ নেই। এজন্য রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন বলে হাদিসে উল্লেখ আছে।

Exit mobile version