Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চাকরির প্রলোভনে দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৩

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

সাভারে কলেজছাত্রীর পর এবার দুই গার্মেন্টসকর্মী গণধর্ষনের স্বীকার হয়েছে। এঘটনায় ভুক্তভোগী গার্মেন্টসকর্মীরা শুক্রবার রাতে সাভার মডেল থানা একটি মামলা (নং-১৩) দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।
পরে আসামিদের ৫ দিন করে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষিপুর গ্রামের মৃত জারমান আলীর ছেলে কালু ওরফে সুমন (৩৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ রেজাউল (৩৫) ও সাভার পৌর এলাকার ইমান্দিপুর পশ্চিমপাড়া মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে ইসমাইল (৩৮)। মামলার অপর আসামি একই এলাকার আরজু মিয়ার বাড়ির ভাড়াটিয়া জাহিদ (৫০) পলাতক রয়েছে।

সাভার মডেল থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, মজিদপুর এলাকার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া মোঃ রেজাউল গণধর্ষণের স্বীকার তরুনীকে (১৪) গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে ইমান্দিপুর পশ্চিমপাড়া এলাকার আলমাসের বাড়িতে ভাড়া নিয়ে রাখেন। এরপর রেজাউল কালু ওরফে সুমন, ইসমাইল ও জাহিদকে ওই তরুণীর কক্ষে নিয়ে যান। কিছুক্ষণ পর রেজাউল ও ইসমাইল কক্ষের বাহিরে চলে গেলে কালু ওরফে সুমন ও জাহিদ ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর ওই তরুণীকে মুখ বেঁধে পর্যায়ক্রমে ঘণ্টাব্যাপী ধর্ষণ করলে সে অসুস্থ হয়ে পরে। সুস্থ হওয়ার পর ওই তরুণী জানতে পারেন রেজাউলের সাথে আসা ইসমাইল তার (তরুণীর) চাচীকেও বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেছে। পরবর্তীতে রেজাউল তাদেরকে হুমকি দিয়ে বিষয়টি অন্য কাউকে জানাতে নিষেধ করেন।

একপর্যায়ে ভুক্তভোগী গার্মেন্টসকর্মী বাধ্য হয়ে ওই বাসাটি ছেড়ে দিয়ে অন্যত্র বাসা ভাড়া নেন। পরে বিষয়টি সহকর্মীদের জানিয়ে তাদের সহযোগীতায় শুক্রবার সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)/৯(৩)/৩০ দায়ের করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) বুলবুল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন , দুই নারীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হওয়ার পর অভিযান চালিতে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে ৫ দিন করে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া পলাতক অন্য আসামিকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version