Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চানপুর সাতহাল স.প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জুহের আহমেদ চৌধুরী পাটলী থেকে:জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের
পাটলী চানপুর সাতাহাল সরকারী প্রথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা সোমবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও পাটলি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের পরিচালনায় এতে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২ং পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নথপুর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, প্রথম আলোর জগ্ননাথপুর প্রতিনিধি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভর্টাচার্য্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাসেল আহমেদ চৌধুরী,স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের  প্রধান শিক্ষক রজত কান্তি দাস।

 

 

 

অন্যানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি শাহ আলতাবুর রহমান,শাহ কনা মিয়া, শিক্ষক নেতা রুপক কান্তি দে,বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়,মোশারফ হোসেন,প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহাজাহান মিয়া,শিক্ষক আলমগির হোসেন,নীল কান্ত দাস,বিজয় দাস প্রমুখ

 

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, সুস্থ জাতি গঠনে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চচ্চার বিকল্প নেই। সরকার প্রাথমিক শিক্ষাকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে

আগামীতে প্রতিটি বিদ্যালয়ে একজন সঙ্গীত শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশীয় সংস্কতির বিকাশে শিক্ষকদের ভুমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন শিক্ষকদের কে নিজের ছেলেমেয়ে মনে করে শিক্ষার্থীদের আনন্তরিকতার সহিত পাঠদান করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পাটলি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন,শিক্ষায় আমুল পরিবর্তনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা কে সবাইমিলে এগিয়ে নিতে হবে।

 

অনুষ্টানে অতিথি শিক্ষকদের পরিবেশিত সঙ্গীত  ও  শিক্ষার্থীদের নৃত্য,ধামাইলগান সহ মনোমুগ্ধকর পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। পরে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Exit mobile version