Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চার ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে ডাকাতি করে ফেরার পথে ৪ ডাকাতকে আটক করেছেন জনতা। বুধবার গভীর রাতে ময়মনসিংহ মহাসড়কের বনের রাস্তায় ডাকাত দল প্রাইভেটকার যোগে ময়মনসিংহগামী একটি ট্রাকের গতিরোধ রোধ করেন। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে  ড্রাইভার ও হেলপারকে মারপিট করে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ময়মনসিংহের দিকে দ্রুত চলে যায়। পরে চালক ও হেলপার ট্রাকটি নিকটবর্তী রসুলপুর পেট্রোল পাম্পে গিয়ে ঘটনাবলী গাড়ীর মালিক ও লোকজনকে জানান। এদিকে কিছুদূর গিয়ে ডাকাতদের প্রাইভেটকারটি পূনরায় মধুপুরের দিকে ফেরত আসার পথে তেল তুলতে ঐ পাম্পেই প্রবেশ করে। এ সময় ট্রাকের লোকজন ডাকাতদের চিনে ফেলে এবং পাম্পের লোকজন নিয়ে দাওয়া করে। দাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পলায়ন করার সময় সকলেই জনতার হাতে ধরা পরে। তাদেরকে মধুপুর থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ডাকাতরা হলো, টাঙ্গাইলের মধুপুর ভবানটেকী গ্রামের রইচ উদ্দিনের ছেলে রুবেল (২১), কাইতকাই গ্রামের আবুল হাসানের ছেলে জাহিদ হাসান (২১), মালাউড়ি গ্রামের আছর আলীর ছেলে মুজাফফর আলী (৪০), একই গ্রামের ইমান আলীর ছেলে হায়দার আলী। তদন্ত কর্মকর্তা এসআই জোবায়দুল জানান, মধুপুর থানায় মামলা দিয়ে ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে তাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

Exit mobile version