Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চার দিনের ইজতেমা শুরু, মুসল্লিদের ঢল

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তুরাগের তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত। শুক্রবার বাদ ফজর চার দিনব্যাপী এই বিশ্ব ইজতেমা শুরু হয়। ইজতেমায় অংশ নিতে দেশি-বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, শুক্রবার বাদ ফজর উর্দূতে চূড়ান্ত আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। পাকিস্তানের মাওলানা জিয়াউল হক শুল বয়ান শুরু করেন। আর বাংলাদেশের নোয়াখলীর মাওলানা নূরুর রহমান তা বাংলায় তরজমা করেন। ইজতেমাস্থলের বয়ান মঞ্চ থেকে মূল বয়ান উর্দূতে হলেও তাৎক্ষণিকভাবে ২৪টি ভাষায় তা তরজমা হচ্ছে।

শনিবার মাওলানা জোবায়েরপন্থীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে জোবায়েরপন্থীরা ময়দান ছেড়ে চলে গেলে রোববার থেকে মাওলানা সা’দপন্থীদের পরিচালনায় ইজতেমা ফের শুরু হবে।
সুত্র_মানব জমিন

Exit mobile version