Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চার লেনের ঢাকা-সিলেট মহাসড়ক অনুমোদন

স্টাফ রিপোর্টার::

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনে উন্নীত করার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদে (একনেক) অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রকল্পটি উপস্থাপন করা হলে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনৃুষ্ঠিত সভায় প্রকল্পটি চুড়ান্ত অনুমোদন লাভ করে।

প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বরে প্রকল্পটি বাস্তবায়ন হবে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী স্যারের ঐকান্তিক চেষ্ঠায় বহুল প্রতিক্ষীত সিলেটবাসীর প্রাণের দাবী আজ অনুমোদন পেয়েছে।

 

 

Exit mobile version