Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চিরনিদ্রায় নিজের তৈরী কবরে শায়িত জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি
আব্দুল মনাফ কে তাঁর নিজের পছন্দের জীবনদ্দশনায় তৈরী করা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে আজ শুক্রবার বিকেলে।
এরপূর্বে  বিকেল তিনটায় জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে মরহুমের  জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।  এতে প্রায়  ১০ হাজার শোকাহত মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, পৌরশহরের হাবিবপুর মাঝপাড়া এলাকার বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার দুইবারের জনপ্রিয় মেয়র আব্দুল মনাফ
প্রায় ৫ বছর পূর্বে  নিজ বাসভবনের নিকটস্থ মা-বাবা পাশেই পাকাকরণ করে একটি সুন্দর কবর তৈরী করেছেন নিজের জন্য। স্বজনরা তাঁর পছন্দের তৈরী করা কবরই দাফন করেছেন জননন্দিত এই মেয়রকে।
 মেয়র আব্দুল মনাফের স্বজন হিসেবে পরিচিত সিরাজ উদ্দিন বলেন, প্রায় ৫ বছর পূর্বে নিজের পছন্দ অনুয়ায়ী মেয়র আব্দুল মনাফ নিজে উপস্থিত থেকে তাঁর বাবা মার পাশে একটি পাকা কবর তৈরী করেন নিজের জন্য। তিনি বেঁচে থাকাকালে তাঁর পছন্দের কবর দাফন সম্পন্ন করার জন্য বলে গেছেন। তাঁরই ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে
তাঁকে চিরজীবনের জন্য শায়িত করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  বলেন, ভালো মনের মানুষ ছিলেন মেয়র আব্দুল মনাফ। মানুষের সুখ-দু:খে নির্বিরভাবে পাশে থেকে কাজ করেছেন।শুক্রবার জানাজা শেষের মেয়র মহোদয়ের পছন্দের তৈরী কবরেই তাঁকে দাফন্ন করা হয়।
প্রসঙ্গত, পৌর মেয়র আব্দুল মনাফ গত ছয় মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে গত ১১ অনুয়ায়ী রাত দশটার দিকে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Exit mobile version