Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সন্মেলনে পরিবর্তনের পক্ষে তৃণমূল নেতাদের আওয়াজ

স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সন্মেলনে তৃনমুল নেতাকর্মীরা নতুন নেতৃত্ব প্রত্যাশা করে পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলেছেন। বৃহস্পতিবার দুপুরে সন্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি প্রার্থী কদরিছ মিয়ার পক্ষে খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়। তৃনমুল নেতাকর্মীরা আওয়াজ তুলেন সন্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব। সন্মেলনে সভাপতি পদে বর্তমান আওয়ামী লীগ সভাপতি আবদুল গফুর ও আওয়ামী লীগ নেতা কদরিছ মিয়া প্রার্থী হন। বর্তমান সভাপতি আবদুল গফুর এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে। অপরদিকে আওয়ামী লীগ নেতা কদরিছ মিয়া একজন সজ্জন ও গ্রহণ যোগ্য ব্যক্তি। একজন সফল ঠিকাদার হিসেবে তিনি সুপরিচিত। তাই তৃনমুলের নেতাকর্মীরা দলের বৃহত্তর স্বার্থে তাকে সভাপতি পদে দেখতে চান।

তৃণমূল আওয়ামী লীগের প্রবীন কর্মী তাজুদ মিয়া বলেন, আবদুল গফুর সভাপতির দায়িত্বে থাকা কালে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত এ ইউনিয়নে প্রতিটি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। তিনি তৃণমূলের নেতা-কর্মীর সাথে কোন সমন্বয় করেন না। সাংগঠনিক কোন কাজ করেন না।তাই সংগঠন দিনে দিনে দুর্বল হয়েছে। দলকে চাঙ্গা করতে সন্মেলনে সভাপতি পদে ৮০ ভাগ মানুষ পরিবর্তন চায়। আমরা আশাবাদী জেলা ও উপজেলা নেতারা তা উপলব্দি করবেন।
সভাপতি প্রার্থী আওয়ামী লীগ নেতা কদরিছ মিয়া বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতামতে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস তৃনমূলের প্রত্যাশা পূরন করেই নতুন কমিটি হবে।
আবদুল গফুর বলেন, আমি আওয়ামী লীগের মুলধারার সাথে সমন্বয় রেখে দলীয় কাজ চালিয়ে যাচ্ছি। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। আশা করি উপজেলা নেতৃবৃন্দ আমাকে আবারো মূল্যায়ন করবেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, তৃনমূলের মতামত সহ সার্বিক দিক বিবেচনা করে নতুন কমিটি করা হবে। প্রার্থী দেরকে সমঝোতার জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

 

Exit mobile version