Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চীনে কয়লা খনি ধসে নিহত ২১

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসের ঘটনায় ২১ জন শ্রমিক নিহত হয়েছেন। সেই সাথে ভূগর্ভে এখনও অন্তত ২১ জন শ্রমিক আটকা পড়ে আছেন বলে রোববার (১৩ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সংবাদ সংস্থা সিনহুয়া ও রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শানঝি প্রদেশের শেনমু শহরে শনিবার এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সেসময় কয়লা খনিতে প্রায় ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর নিহত ২১ শ্রমিকসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাকি অন্তত ২১ জন এখনও ভূগর্ভে আটকে পড়ে আছেন। তবে তাদের ভাগ্যে ঠিক কি ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

সংবাদে আরও বলা হয়, উদ্ধারকারীদের কাজে অগ্রগতি হয়েছে। তবে আটকা পড়াদের কবে নাগাদ উদ্ধার করা সম্ভব হবে সে সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি।

প্রসঙ্গত, বিগত বছরগুলোতে চীনে প্রায়ই খনি দুর্ঘটনা, রাসায়নিক কারখানায় বা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফলে দেশটির জন্য এই দুর্ঘটনাগুলো এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Exit mobile version