Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চুনারুঘাটে নৈশ‌প্রহরী খুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অমর তাঁতী নামে এক নৈশপ্রহরীকে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। অমর তাঁতী গেলানী চা বাগানের নতুনটিলার মৃত লক্ষণ তাঁতীর ছেলে।

নিহতের স্ত্রী পুষ্প তন্তবায় জানান, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে ওই চা বাগানের ২৬ নম্বর সেকশনে নৈশপ্রহরীর দায়িত্ব পালনে যান তার স্বামী। রাত সাড়ে ১১টার দিকে পুষ্প’র ভাই রাজন তন্তবায়কে ফোন করে অমর ডিউটিতে গেছে কিনা জানতে চান। একইকাজে নিযোজিত থাকা কবির মিয়া কিছুক্ষণ পরে অমরের বাড়িতে এসে অমরকে পাওয়া যাচ্ছে না বলে দ্রুত চলে যান।

খবর পেয়ে অমরের স্বজনরা খোঁজাখুজি করে বাগানের রাস্তার পাশে অমরের লাশ দেখতে পায়। তাৎক্ষণিক চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান জানান, সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

অমর তাঁতীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অমরের দুই সহকর্মী উপজেলার হলহলিয়া (গাজীপুর) গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে জামাল মিয়া (৩৫) ও একই গ্রামের মরম আলীর ছেলে (৩২) নিখোঁজ।

শুক্রবার বাগানের শ্রমিকরা এ ঘটনায় কর্মবিরতি পালন করেন।

গেলানী বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অমল ভৌমিক বলেন, অমরের খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শ্রমিকরা।

অমর তাঁতীর ছেলে প্রদীপ তাঁতী চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Exit mobile version