Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চুনারুঘাটে সংঘর্ষে নিহত ১

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের হাজী মওলা মিয়া ও ছমেদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

জানা যায়, উলুকান্দি গ্রামের হাজী মওলা মিয়া ও তার পাশের বাড়ির ছমেদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল রোববার বিকাল ৪টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রায় দু’ঘন্টা চলতে থাকা সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন লোক আহত হয়। আহতরা হল,ছমেদ মিয়া (৫৫)তার স্ত্রী রোজিনা (৪৫),তার পুত্র তাহির মিয়া(৩৫)জান মিয়া(১৮),মিলাদ(১৬),তার ভাতিজা এখলাস মিয়া(১৭),মওলা মিয়ার পুত্র তাউস মিয়া(৩৫)ফয়সল মিয়া(২৫) ও মধু মিয়ার পুত্র কাওসার(২২)।

আহতদেরকে প্রথমে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহতাবস্থায় ছমেদ মিয়ার পুত্র তাহের মিয়া(৩৫)কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসারত অবস্থায় রবিবার দিবাগত রাত ২টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

ঘটনাকে কেন্দ্র করে উলুকান্দি গ্রামে থমথমে ভাব বিরাজ। এবং মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version