Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চোখের জলে চেয়ারম্যান আব্দুল হাশিমকে বিদায়

বিশেষ প্রতিনিধি, কামারখাল গ্রাম থেকে ফিরে:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাশিমকে চোখের জলে শেষ বিদায় জানালেন কলকলিয়া ইউনিয়নবাসিতথা জগন্নাথপুরবাসী।

আজ সোমবার বিকেলে কামারখাল গ্রামের মাঠে জানাজা নামাজ পূর্বক প্রয়াতের মাগফিরাত কামনার পাশাপাশি স্মৃতিচারণ করে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন ব্যক্তি সিরাজুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত, মরহুমের ছেলে মোজ্জাম্মেল হোসেন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপেজলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়া, উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ আজিজুল ইসলাম আজাদ, সহকারি প্রকৌশলী পাবেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন  আওোযামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ। পরে বিকেল তিনটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।এতে শোকাহত মানুষের ঢল নামে। এরপর পরিবারের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের স্বজনরা জানান, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁর বুকে ব্যথা অনুভব হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টায়  চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
দিকে ইউনিয়নের এই জনপ্রিয় জনপ্রতিনিধির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রোববার রাতে মরদেহ নিজ জন্মভিটা কামারখাল গ্রামে এসে পৌঁছিলে সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণ ঘটে।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পূর্বে আব্দুল হাসিম ছোট বেলায় যুক্তরাজ্য চলে যান। প্রবাসে বসবাস করলেও নাড়ির টানে দেশেই আর্তসমাজিক উন্নয়নে সক্রিয় ছিলেন। ২০০৩ সালে তিনি কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ওই সময় সাজ্জাদুর রহমানের নিকট পরাজিত হন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে ফের তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বপালন করে আসছিলেন। 
ইউনিয়নের উন্নয়নে তাঁর অবদান নাগরিকরা দীর্ঘদিন মনে রাখবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে স্পষ্টভাষী চেয়ারম্যান আবদুল হাশিম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথেও তিনি সক্রিয় ছিলেন। প্রয়াতের একমাত্র ছেলে মোজাম্মেল হোসেন ছাড়া স্ত্রী, ছেলে মেয়েরা লন্ডনে অবস্থান করছেন।
গত জুলাই মাসে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে লন্ডন চলে যান। ১৫ দিন আগে ছেলে মোজাম্মেল কে নিয়ে দেশে ফিরেন। 

 

Exit mobile version