Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

চ্যানেল আই সেরাকন্ঠে জগন্নাথপুরের মেয়ে ঝুমুকে বিজয়ী করতে সবার ভোট চাই

সুহেল হাসান:: সুনামগঞ্জ হচ্ছে সংস্কৃতি অঙ্গনের এক পরিচিত জেলা। আর এই জেলায় লোকসংগীতের একাধিক জনকের জন্ম হয়। আর তাঁদের রচিত গান গুলো পরিবেশন করে অনেক উদিয়মান কন্ঠশিল্পীরা নিজেদের যোগ্য আসনে বসাতে সক্ষম হয়েছেন। তারই ধারাবাহিকতায় ধামাইগানের জনক রাধারমন দত্তের জন্মভূমি জগন্নাথপুরে জন্মগ্রহণকারী তরুন কণ্ঠশিল্পী বুশরা আক্তার ঝুমু।

জগন্নাথপুরের ঝুমু বাংলাদেশের সর্ব বৃহৎ মিউজিক রিয়্যালিটি শো ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭ সিজন সিক্স এ সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরের হয়ে প্রতিনিধিত্ব করছে। আমাদের এই প্রতিনিধিত্বকারী ঝুমুকে এ প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে মনোনীত করাতে প্রয়োজন আপনার এক বা একাধিক ভোট। এজন্য ঝুমু সমগ্র সিলেটবাসীসহ নিজের জন্মভূমি জগন্নাথপুরবাসীর কাছে দোয়া আর বেশি বেশি ভোট চেয়েছেন। ঝুমু জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার এলাকার বাসিন্দা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনুর মেয়ে।

আগামী সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টা থেকে ঝুমুকে আপনি ভোট করতে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SK JHUMU লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারে যত খুশি তত ।
২৭ নভেম্বর রাত ৭:৫০ মিনিটে তার করা পর্বটি সম্প্রচার করবে চ্যানেল আই ।

উল্লেখ্য – বুশরা আক্তার ঝুমু ২০১৪ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় সেরা তিনসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে বিজয়ী হয়েছে। জগন্নাথপুরের একজন প্রিয় শিল্পী হিসেবে ঝুমু ইতিমধ্যে উপজেলার গন্ডি পেরিয়ে জেলাবাসীর মন জয় করেছে।

Exit mobile version