Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে এতো অস্ত্র কোথা থেকে আসে?

ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হলেই আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি শুরু হয়। ছাতকের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকলেরই প্রশ্ন, ছাতকে এতো অস্ত্র আসে কোথা থেকে? মঙ্গলবার রাতে ছাতকে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় একশ’ রাউন্ডেরও বেশি গুলি হয়েছে। সংঘর্ষের সময় বৃষ্টির মতো গুলি বর্ষিত হয়েছে।
ছাতকের একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক বলেছেন,‘দুই পক্ষে কমপক্ষে ২০ টি আগ্নেয়াস্ত্র ছিল। এগুলো কার, কীভাবে আসে, কোথায় থাকে?’
স্থানীয় একজন বালু-পাথর ব্যবসায়ী বলেন,‘নৌপথে চাঁদাবাজির সময় ট্রলারে ট্রলারে আগ্নেয়াস্ত্র থাকে।’
ছাতক পৌরসভার একজন কাউন্সিলর বলেন,‘এর আগে কয়েকবার একইভাবে অস্ত্রের মহড়া দেখা গেছে।’
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান বলেন,‘ছাতকে মঙ্গলবার রাতের সংঘর্ষের সময় বৈধ ও অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে। পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বুলেটপ্রুপ জ্যাকেট পড়া ছিল পুলিশ সদস্যরা, না হয় পুলিশ সদস্যরা হয়তো আরও বড় বিপদে পড়তেন। পুলিশের সাহসী ভূমিকায় অনেক মানুষ প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন। মাননীয় স্বরাষ্টমন্ত্রী ও আমাদের আইজিপি স্যার বিষয়টি জেনেছেন। আমাকে নির্দেশ দিয়েছেন,‘অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এবং বৈধ অস্ত্র যারা অবৈধভাবে ব্যবহার করেছেন সেগুলো বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে।’

Exit mobile version