Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে করোনায় আক্রান্ত হয়ে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। আব্দুল হক (৫০) নামের ওই ওষুধ ব্যবসায়ীর বাড়ি ছাতকের রাউলী গ্রামে। কৈতক হাসপাতালের সামনে তার ওষুধ ব্যবসা রয়েছে।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, জ¦র-সর্দিসহ করোনা উপস্বর্গ থাকায় গত ২৮ মে ওষুধ ব্যবসায়ী আব্দুল হকের নমুনা সংগ্রহ করা হয় এবং ওই দিনই তাকে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা শেষে জানানো হয় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আজ বেলা ২ টায় ওখানেই তিনি মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি।

এদিকে, সুনামগঞ্জে ১৬ জন র‌্যাব সদস্যসহ নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন ছাতক উপজেলায় ২, জগন্নাথপুরে ১, সুনামগঞ্জ সদরে ১ এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।
সুত্র-সুনামগঞ্জের খবর

Exit mobile version