Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে ছাত্রলীগের ঝাড়ু মিছিল, পদত্যাগ করলেন ৯ যুগ্ম আহবায়ক

ছাতক প্রতিনিধি
ছাতকে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে ও সাধারন সম্পাদক আশিকুর রহমান রিপনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝাড়– হাতে নিয়ে মিছিল করে। মিছিল শেষে প্রেসক্লাবে এসে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত ছাত্রলীগের ছাতক উপজেলা কমিটিকে অ-গঠনতান্ত্রিক ও অবৈধ বলে ঘোষনা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় নব গঠিত কমিটির ৯ জন যুগ্ম আহবায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগের ঘোষনা দেন। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের একদিন পর কমিটি থেকে সিনিয়র যুগ্ম আহবায়কসহ ৯ জন যুগ্ম আহবায়কের পদত্যাগের বিষয়টি ছিল টব অব দ্যা টাউন। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে ও সাধারন সম্পাদক আশিকুর রহমান রিপনকে ছাতক-দোয়ারায় অবাঞ্চিত ঘোষনা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পদত্যাগকারীদের মধ্যে ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী ও সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, কিছু অ-ছাত্র, ব্যবসায়ী ও এক সময়ের ছাত্রশিবির কর্মীদের কমিটিতে অর্ন্তভুক্ত করে ছাত্রলীগকে কলংকিত করা হয়েছে। সম্পূর্ন অ-গঠনতান্ত্রিক ও অবৈধ পন্থায় গঠিত এ কমিটি অভিলম্বে বিলুপ্তি এবং জেলা সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রিয় ছাত্রলীগের প্রতি আহবান জানান তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির তালুকদার, যুগ্ম আহবায়ক রিয়াদ আহমদ চৌধুরী, জামায়েল আহমদ ফরহাদ, মিয়া মোহাম্মদ নাহিদ, জাবেদ আহমদ তালহা, ইমরান এইস বাপ্পী, ফখরুল হাসান জেনিস ও মোস্তাক আহমদের নেতৃত্বে শহরে ঝাড়– হাতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তারা ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। জানা যায়, প্রায় এক যুগ পর ছাতক উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের একদিন পর কমিটির ১৮জন যুগ্ম আহবায়কের মধ্য থেকে সিনিয়র যুগ্ম আহবায়কসহ ৯ যুগ্ম আহবায়কের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগ মুহুর্তে ছাত্রলীগের কমিটি ঘোষনা ও পদত্যাগের হিড়িকের বিষয়টি ছিল একটি বিরল ঘটনা। এতে বিতর্কের জন্ম দিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।

Exit mobile version