Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে দু’পক্ষের সংর্ঘষে আহত-২০

ছাতক প্রতিনিধি
ছাতকে মাদ্রাসার মুহতামিম ও শিক্ষক পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষক শরফ উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাসনাবাদ বাজারে শিক্ষক মাওলানা শরফ উদ্দিন ও তার পিতা মাওলানা আজাদ মিয়ার শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। সোমবার বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম মাওলানা কমর উদ্দিন ও শিক্ষক মাওলানা শরফ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ব্যাপক দেশীয় অস্ত্র, ইট-পাটকেল ও কাঁচের বোতল ব্যবহার করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসার শিক্ষকদের বেতন সম্প্রতি বৃদ্ধি করা হয়। এসময় মাদ্রাসা শিক্ষক মাওলানা শরফ উদ্দিনের বেতন বৃদ্ধি না করায় মাদ্রাসার মুহতামিম মাওলানা কমর উদ্দিনের সাথে রোববার কথা কাটাকাটি হয় শিক্ষক মাওলানা শরফ উদ্দিনের। মুহতামিমের সাথে অশালিন আচরণের কারণে মাদ্রাসা কমিটি শিক্ষক শরফ উদ্দিনকে মাদ্রাসা থেকে বহিস্কার করতে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি সাটিয়ে দেন। পাশাপাশি শরফ উদ্দিনের এহেন আচরণের বিষয়টি তার পিতা মাওলানা আজাদ মিয়াকেও মোবাইল ফোনে অবহিত করা হয়। মাদ্রাসা থেকে বহিস্কারের উদ্যোগ নেয়ার খবরে ক্ষিপ্ত হয়ে সোমবার যোহরের নামাজের সময় মসজিদের অভ্যন্তরে মুহতামিম মাওলানা কমর উদ্দিনের উপর অতর্কিত হামলা চালান শিক্ষক মাওলানা শরফ উদ্দিন। হামলার বিষয়টি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে শিক্ষক শরফ উদ্দিনের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। এ ঘটনার জের ধরে বিকেলে মাওলানা শরফ উদ্দিন ও মুহতামিম মাওলানা কমর উদ্দিন পক্ষদ্বয় তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থী ও নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মাওলানা তাজুল ইসলাম(৪৫), মাওলানা শরফ উদ্দিন(২৮), রাজ উদ্দিন(২২), ইসলাম উদ্দিন(৩২) ও নিজাম উদ্দিন(২৯)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামিল আহমদ(১৮), আবুল কালাম(২১), মকবুল হোসেন(২০), শাহীন আহমদ(২২), সাজনা বেগম(৪০), রতœা বেগম(১৪), আলকাব আলী(৬০), সাদক আলী(৬৫), পপি বেগম(২৫), মাওলানা কমর উদ্দিনসহ আহতদের ছাতক হাসপাতালে ভর্ত্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেননি।

Exit mobile version