Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে প্রতিবাদের নামে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিবাদের নামে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীর অভিভাবকরা বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও এ বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের এলঙ্গি মডেল হাইস্কুলে। স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় একাধক ব্যক্তি জানান, শিক্ষকার্থীরা শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে যায়। শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত কোন বিষয়ে দাবি আদায়ের লক্ষে মানববন্ধনের মতো শান্তিপ্রিয় বিভিন্ন কর্মসূচী শিক্ষার্থীরাপালন করতে পারে। কিন্তু কোন রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার করা কোনভাবেই যুক্তিযুক্ত নয়। কোমলমতি শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার কোন অভিভাবকের কাম্য হতে পারেনা। এসব ব্যক্তি কেন্দ্রিক কর্মকান্ডে শিক্ষার্থীদের ব্যবহার না করার আহবান জানান স্থানীয়রা। মানববন্ধনে ¯ু‹ল পরিচালনা কমিটির সভাপতি ময়না মিয়া, সদস্য সফিক মিয়া, জসিম উদ্দিন, আব্দুল মনাফ, সাহাব উদ্দিন, হাফিজ রাজ উদ্দিন, হাসন আলী, সমসর আলী, আখল আলী, আমির আলী, আবুল আজাদ, ইসমাইল আলী, কছির উদ্দিন, উমর আলী, বাচ্চু মিয়া, আছকির আলীসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version