Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে ভুয়া ডাক্তারকে ৭ দিনের কারাদণ্ড

ছাতক প্রতিনিধি
ছাতকে রাজু আহমেদ নামের এক ভুয়া ডাক্তারকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান ভুয়া ডাক্তারকে এ দণ্ডাদেশ প্রদান করেন। রাজু আহমেদ নাটোর জেলার পাড়সিংড়া গ্রামের দবির উদ্দিন শেখের পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে ছাতক, গোবিন্দগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় রোগীদের অপচিকিৎসা দিয়ে আসছে ভুয়া ডাক্তার রাজু আহমদ। বুধবার
দুপুরে গোাবন্দগঞ্জ চাকলপাড়া রইছ উদ্দিনের বাড়িতে চিকিৎসা দিতে এলে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশে সোপর্দ জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতে ডাক্তার হিসেবে তার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ম্যাজিষ্ট্রেট ভুুয়া ডাক্তার রাজু আহমেদকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Exit mobile version