Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে সুরমা সেতু নির্মাণের কার্যাদেশ প্রদান

ছাতক প্রতিনিধি
ছাতকে সুরমা নদীর উপর সেতু নির্মাণের কার্যাদেশ প্রদানের মাধ্যমে ছাতক-দোয়ারাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সুরমা সেতু নির্মাণ নিয়ে এ অঞ্চলের মানুষ যে আশা-নিরাশার দোলাচলে ভোগছিল কার্যাদেশ প্রদানের মধ্য দিয়ে তা কেটে গেছে। ২২ আগস্ট সেতু মন্ত্রণালয়ের উপসচিব (জিএফডিপি) সৈয়দা সালমা বেগম স্বাক্ষরিত ছাতক সুরমা নদীর উপর সেতু নির্মাণের কার্যাদেশ প্রদান করা হয়। ৪টি শর্ত দিয়ে
৩০ কোটি ৪৯ লক্ষ ৮৫ হাজার ১৭৪ টাকা ব্যয় ধরে সর্বনি¤œ দরদাতা হিসেবে সুরমা সেতুর কার্যাদেশ প্রদান করা হয় ‘জন্মভূমি নির্মাতা’ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ওয়াহিদুজ্জামান চৌধুরীকে।
সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে জেলার সবচেয়ে বড় উপজেলা ও শিল্প শহর ছাতকের দূরত্ব কমানো এবং ছাতক ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগ স্থাপন, ছাতকের শিল্পাঞ্চলের উৎপাদিত পণ্য সড়ক পথে বহনের সুবিধা বাড়ানোর জন্য এই সেতু নির্মাণের দাবি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রায় ৩ লাখ মানুষের ।
সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেন, ‘ছাতকে সুরমা নদীর উপর সেতুর নির্মাণ পরিকল্পনা শুরু হয় ১৯৯৬ সালে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে মেয়াদের শেষ পর্যায়ে নির্বাচনী ফায়দা নিতে তড়িঘড়ি করে পরিকল্পনাহীন সেতুর খাম্বা প্রস্তুত করেই দায়িত্ব শেষ করেছে। সংগত কারণেই তত্ত্বাবদধায়ক সরকার আমলে প্রকল্পটি বাতিল করে দেয়। বর্তমান সরকার সুনামগঞ্জ-৫ আসনের ভোটারদের দাবির প্রতি শ্রদ্ধা রেখেই সুরমা সেতুর বাস্তব রূপ দিতে যাচ্ছে। ২২ আগস্ট ছাতক-দোয়ারাবাসীর জন্য একটি স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।’

Exit mobile version