Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি করার প্রতিবাদে ও উত্যক্তকারী বখাটে আব্দুর রউফের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া ডিগ্রি কলেজের সামনে জাউয়া ডিগ্রি কলেজ, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, আল মনির জামেয়া ইসলামিয়া মাদ্রসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে আওয়ামীলীগ নেতা আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সৈয়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক নাজমুল হক, যুক্তরাজ্য প্রবাসী রহিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া তালুকদার, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, আঙ্গুর মিয়া মেম্বার, অভিভাবক শশাংক দত্ত, রনজিত দত্ত, রাধিকা দত্ত, শাহজাহান হাবিব, শামীম আহমদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, বখাটে আব্দুর রউফ এর আগেও স্কুল-কলেজের ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বখাটে আব্দুর রউফকে অবিলম্বে গেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।
প্রতিবাদ সভা চলাকালে ছাতক থানার ওসি আতিকুর রহমান ও জাউয়া পুলিশ দতন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব উপস্থিত হয়ে বখাটে আব্দুর রউফকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্থ করেন।
উল্লেখ্য, উত্যক্তের শিকার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জাউয়া ডিগ্রি কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী। গত বুধবার বিকেলে জাউয়াবাজার মসজিদের সামনে অটো রিক্সা থেকে নামার পর উদ্দেশ্যমূলকভাবে তাকে ধাক্কা দেয় বখাটে আব্দুর রউফ। এসময় ভিকটিম প্রতিবাদ করলে বখাটে আব্দুর রউফ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।

Exit mobile version