Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে স্ত্রীর মামলায় লন্ডন প্রবাসি স্বামীর কারাদন্ড

ছাতকে স্ত্রীর দায়ের করা মামলায় লন্ডন প্রবাসী স্বছাতক প্রতিনিধি :: ছাতকে স্ত্রীর দায়ের করা প্রতারণা মামলায় আবু আছাদ চৌধুরী মাহবুব নামের এক প্রবাসীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল আমিনের আদালতে তাকে এ দন্ডাদেশ দেয়া হয়।

সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শি গ্রামের মৃত আলতাব ওরফে আনোয়ারুল হক চৌধুরীর পুত্র।

মামলা সুত্রে জানা যায়, আবু আছাদ চৌধুরি মাহবুব ওরফে সমসেদ আলী ব্যাপক প্রতারণার মাধ্যমে চরমহল্লা ইউপির কামরাঙ্গি গ্রামের মাহমুদ আলীর মেয়ে মাসুমা বেগম তার স্ত্রী থাকার পরও বিনা অনুমতিতে একের পর এক বিয়ে করে আসছিল। তার অসংখ্য বিয়ের মধ্যে প্রতিটির কাবিনে প্রতারণার মাধ্যমে প্রথম বিয়ে লিখা হয়।

অবশেষে মাসুমা বেগম বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে সিআর মামলা নং ২৪৯/২০১৬ইং দায়ের করলে সাক্ষ্য প্রমাণ শেষে রোববার এ রায় প্রদান করা হয়।

রায়ে প্রতারণার দায়ে ৬মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে স্ত্রীদের দায়েরি সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ আদালতে আরো একাধিক মামলা বিচারাধিন রয়েছে।

সে আরো একাধিক স্ত্রীর মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানা গেছে। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট হিমেল আহমদ।

Exit mobile version