Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের ছাতকে ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-৯ এর একটি দল উপজেলার পীরপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার ছাতক থানার পরীপুর গ্রামের মৃত হাসন আলীর ছেলে সাইফুর রহমান সেলিম (৩৩), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শিদলপুর গ্রামের আঃ মুতালিবের ছেলে মো. মঞ্জুর হোসেন (৩৮), বাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর গ্রামের মো. আক্রম আলীর ছেলে আক্তার মিয়া (১৯), এয়ারপোর্ট থানার পাঠানটুলা এলাকার মৃত রানা মিয়ার ছেলে মো. কামাল মিয়া (২৮)।

শুক্রবার রাত ৮টার দিকে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানার পীরপুর গ্রামস্থ দিঘীরপার মহল্ল¬ার সাইফুর রহমান সেলিমের বসত ঘরে অভিযান চালায়। এসময় ঘর তল্লাশি করে ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, একটি মাইক্রোবাস (নোহা), নগদ- ২০ হাজার টাকা জব্দসহ সাইফুর রহমান সেলিম, মো. মঞ্জুর হোসেন, আক্তার মিয়া, মো. কামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানে লে. কমান্ডার সিঞ্চন আহমেদ নেতৃত্ব দেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ছাতক থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

Exit mobile version