Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতকে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রামমান আদালতের অভিযানে ৫ শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার। উচ্ছেদ অভিযান চলাকালে র‌্যাব-৯ এর সদস্য, থানা ও হাইওয়ে পুলিশ, সওজ, ভূমি অফিস এবং পল্লী বিদুতের লোকজন উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জে দীর্ঘদিন ধরে সিলেট-সুনামগঞ্জ সড়কের উভয় পাশ দখল করে স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বহু দোকানপাট গড়ে উঠেছে। এর আগে একাধিকবার এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে আবারো কৌশলে স্থাপনা তৈরীর মাধ্যমে সরকারী ভূমি দখলে নিয়ে ব্যবসা-বাণিজ্য শুরু হয়। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় ও ছাতকের প্রবেশ মুখে প্রায় দীর্ঘ যানজট লেগেই থাকে। সম্প্রতি সড়ক সংস্কার ও প্রশস্তকরণের চলমান কাজ করার সুবিধার্থে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের নোটিশ প্রদান করা হয়। কিন্তু এতে অনেকেই স্থাপনা সরিয়ে না নেয়ায় বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ম্যাজিষ্ট্রেটের নির্দেশ অমান্য করায় এক নির্মাণ সামগ্রী ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Exit mobile version