Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জগন্নাথপুর২৪ ডেস্ক:: প্রায় এক বছর পর ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে।

গত বছরের ৩১ জুলাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার ও সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে ওবায়দুর রউফ বাবলুকে সভাপতি ও আব্দুস শহিদকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৩ জুলাই) রাতে ঐ কমিটির সকল পদ বহাল রেখে ৮১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, পরিমল দেবনাথ, আবু সামা রাসেল, রাসেল আহমদ, সাকের রহমান বাবুল, অলক সামন্ত, রঞ্জন কুমার দাস, সিরাজুল হক তালুকদার, শাহ মো. আবু বক্কর, মুহিবুর রহমান, শাহ আবুল কাশেম হারুন, নজরুল ইসলাম নাইম, মো. বকুল মিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে কবির আহমদ, আব্দুল আলিম, সমুজ আলী, রুবেল আহমদ।

সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, সানোয়ার হুসেন, এনামুল হক, রাসেল হোসেন, নাজমুল করিম।

প্রচার সম্পাদক মুহিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবু তাহের, সহ দপ্তর সম্পাদক সুজন মিয়া, অর্থ সম্পাদক সাজুর আলী, আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমদ রবিন, গ্রন্থনাও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হেলাল মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমদ।

জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন টিপু, কৃষি বিষয়ক সম্পাদক সম্পাদক সফিক মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক এ এইচ এম মিজান, নাট্য বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আল আমিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বেলাল আহমদ।

মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার চামেলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. শামসুন নুর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঞ্চব আলী, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাকিব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক এমজাদ হোসেন দিপু।

সদস্য তানজিদ আহমদ, আনসার আলী, আক্তার হোসেন সুমন, মাছুম আহমদ, মো. সাইদুল হক, আবু বক্কর ছোটন, রহিম আলী, মানিক মিয়া, আব্দুল হেকিম, নিজাম উদ্দিন, সোহেল আহমদ, দিলরাজ আলী, বিক্রম আলী, মো. পাভেল, জয়নাল আবেদীন, সাকের আহমদ, ফয়সল আহমদ, বাবুল মিয়া, তেরাব আলী তালুকদার, মুহিত মিয়া, আবু বক্কর, গয়াছ আহমদ, আব্দুল করিম, অঞ্জন কুমার দাস, ময়নুল ইসলাম, ফারুক মিয়া, আবুল লেইছ, আবুল কালাম, আবু সাইদ।

Exit mobile version