Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছাত্রলীগ নেতার মুক্তির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্টাফ রির্পোটার :: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ গ্রেফতারকৃত সকল ছাত্রলীগ নেতাকর্মীদের মুক্তির দাবীতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাচঁটার দিকে মিছিলটি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি শাহ শাহেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমেন আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় মিলিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পাভেল আহমদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক বদরুল ইসলাম টিপু,। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম, মুরাদ আহমদ, আজমুল হোসেন মিঠু, যুগ্ন সম্পাদক আব্দুল মুকিত, মাহমুদুল হাসান হিবলু, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মোমিন নাসির, এনামুল হক খান, পৌর ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, কামরান আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মুহিবুর রহমান লিটু, হাসান আদিল, ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা ফাহাদ আহমদ, রনি রাজ, দক্ষিন সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, কলকিলয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মুজাহিদ মিয়া, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ আহমদ চৌধুরী মুরাদ, মুয়াবিয়া তালুকদার, সাইফুল ইসলাম সুহাদ প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ আহমদ রাজ, জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিবুর রহমান সিতু প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের কৃতি সন্তান মাসুদ কামাল সুফিসহ গ্রেফতারকৃত সকল ছাত্রলীগ নেতাকর্মীদের নিঃস্বার্থ মুক্তির দাবী জানান। এবং তাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন। অন্যতায় রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুসিয়ারি দেন।

Exit mobile version