Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছুটির পর কর্মস্থলে ফিরেই অবরুদ্ধ শাবির উপাচার্য

সিলেট সংবাদদাতা- দুই মাস ছুটির পর কর্মস্থলে ফিরেই আবারো আন্দোলন মুখে পড়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য প্রফেসর ড. এম আমিনুল হক ভুঁইয়া।
সোমবার সকালে কর্মস্থলে যোগ দিলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে শিক্ষকরা উপাচার্যকে তার কার্যালয়ে রেখে বাইরে থেকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন।
উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
শিক্ষকদের আন্দোলনের মধ্যে গত ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে দুই মাসের ছুটিতে যান উপাচার্য আমিনুল হক ভূইয়া।
ছুটি শেষ করে আজ উপাচার্য স্বপদে ফিরলে পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা তাকে তালা দিয়ে অবরোধ করে আন্দোলন শুরু করেন। তবে এবার ভিসির পদত্যাগ ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশও উপাচার্যের পক্ষে অবস্থান নেয়ায় পদত্যাগের দাবিতে আন্দোলন নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Exit mobile version