Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ছেলে লন্ডন যাবে তাই জগন্নাথপুরে দশম শ্রেণীর ছাত্রীর বিয়ে নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার:: ছেলে লন্ডন যাবে তাই মেয়ের বিয়ের বয়স হয়নি জেনেও সুযোগ হাত ছাড়া করতে চাননি কুয়েত প্রবাসী নূর আলী তাই দশম শ্রেণী পড়ুয়া ১৫ বছরের মেয়েকে তুলে দেন লন্ডন প্রবাসী তহুর উদ্দিন তৃতীয় স্ত্রীর ছেলে সালেহ আহমদ এর হাতে । বয়স না হওয়ায় কাবিন না হলেও ইমাম এনে উভয় পক্ষের আত্বীয় স্বজনদের উপস্থিতিতে আকন্দ শেষ করা হয়। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। এলাকাবাসী সূত্র জানায় নারিকেলতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তহুর উদ্দিনের চার ছেলে মেয়ের একসাথে যুক্তরাজ্য যাওয়ার এন্ট্রি হয়। এখবর পাওয়ার সাথে সাথে মোটা অংকের টাকার বিনিময়ে লন্ডন যাওয়ার আশায় ২৩ বছরের যুবক সালেহ আহমদ এর সাথে বিয়ে দিতে রাজী হয়ে যান কুয়েত প্রবাসী নুর আলী। গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মেয়ের বাড়িতে উভয় পক্ষের আত্বীয় স্বজন ও গ্রামের ৪০ জন মানুষের উপস্থিতিতে এই বাল্য বিবাহটি সম্পন্ন হয়। বয়স না হওয়ায় কাজী এনে কাবিব করা না হলেও স্থানীয় মসজিদের ইমাম এনে বাল্য বিবাহের আকন্দ শেষ করা হয়। ইমাম আলা উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলে লন্ডন যাবে তাই তাড়া হুড়া করে বিয়ের আয়োজন করা হয়েছে। আমাকে বলা হয়েছে পরে কাবিন হবে আমি শুধু আকন্দ করে দিতাম। তাই আমি সবার উপস্থিতিতে আকন্দ করে দিয়েছি। গুলবাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু সরকার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। স্কুলের রেজিষ্টার্ড অনুযায়ী মেয়ের বয়স ১৬ বছর। বাল্য বিবাহের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বাল্য বিবাহের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দশম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Exit mobile version