Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত পিআইসিদের বাঁধ পাহারা দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার :ফসল উত্তোলনের আগ পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ফসলরক্ষা বাঁধগুলো পাহাড়া দিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) দের নির্দেশ দিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ ও সদস্য সচিব মোহাম্মদ নাসীর উদ্দিন।  রোববার উপজেলার ৯১টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে মুঠোফোনে তাঁরা এ নির্দেশনা দেন। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপ সহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাসীর উদ্দিন জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের নাওটানা এলাকার একটি বাঁধ দুস্কৃতিকারীরা মাছ ধরার জন্য কেটে দেয়ায় পানি উন্নয়ণ বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার স্বাক্ষরিত একপত্রে সর্তকতার জন্য প্রতিটি প্রকল্প বাস্তবায়ন কমিটিকে ফসল উত্তোলন শেষ না হওয়া পর্যন্ত বাঁধ পাহারা দেয়ার নির্দেশনা দেন। তাঁর আলোকে জগন্নাথপুর উপজেলার সবকটি প্রকল্প বাস্তবায়ন কমিটিকে রোববার মুঠোফোনের মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩০ এপ্রিল থেকে সুনামগঞ্জে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে। এতে নদনদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই অতিরিক্ত সর্তকতামুলক প্রতিটি প্রকল্প বাস্তবায়ন কমিটিকে নিজ নিজ প্রকল্প ধান উত্তোলন শেষ না হওয়া পর্যন্ত পাহাড়া দিতে বলা হয়েছে। মুঠোফোনে এ ধরনের নির্দেশনা পাওয়ার সত্যতা নিশ্চিত করে কয়েকজন পিআইসির সভাপতি জানান,দুস্কৃতিকারীরা যাতে বাঁধ কাটতে না পারে সেজন্য রোববার থেকে পাহারাদার নিযুক্ত করেছি। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন,জগন্নাথপুর উপজেলার বৃহৎ হাওর নলুয়া ব্যতিত ছোট ছোট হাওরগুলোর ধান কাটা প্রায় শেষ। এক সপ্তাহ সময় পেলে কৃষকরা সব ধান ঘরে তুলতে পারবেন। তিনি বলেন এবার জগন্নাথপুরে ২১ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।

Exit mobile version