Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপরে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ইট তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার ইট নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর নিকট একটি লিখিত অভিযোগ এলাকাবাসীর পক্ষে দায়ের করা হয়েছে।
অভিযোগ পত্রে থেকে জানা যায়, উপজেলার পাইলগাও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুশিয়ারা নদীরপাড় দিয়ে বয়ে যাওয়া এলজিইডি আওতাধীন পুর্ব জালালপুর রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়লে স্থানীয় লোকজন রাস্তার ইটগুলো সংরক্ষন করে রাস্তার পাশেই জমা করে রাখেন। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাস্তা থেকে ইটগুলো ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দুরুদ মিয়া নিয়ে গেলেন।

এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য দুরুদ মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ইউএনওর মৌখিক নিদের্শে ইটগুলো নিয়ে আমার ওযার্ডের একটি রাস্তায় কাজে লাগিয়েছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অনুমতি না নিয়ে ইটগুলো নিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করা হবে। দোষি প্রমাণিত হলে ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version