Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরবাসীর বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নানএমপি শনিবার আনুষ্ঠানিকভাবে জগন্নাথপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেছেন। এক কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ফায়ার সার্ভিস উদ্বোধন করে মন্ত্রী বলেন. দেশের সার্বিক উন্নয়নে সরকার নিরসলভাবে কাজ করছে। জগন্নাথপুরবাসীর দীর্ঘদিন দাবী ছিল এ উপজেলায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন আমরা সেই স্বপ্ন পূরণ করেছি। তিনি বলেন, আমরা ফায়ার সার্ভিস চাই। ফায়ার চাই না। এজন্য তিনি সবাইকে সর্তকতার সহিত কাজ করারও আহ্বান জানান। শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার মোমিনপুরস্থ ফায়ার সার্ভিস এর নব নির্মিত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফায়ার সার্ভিসের পরিচালক যুগ্ন সচিব আনিসসুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। উদ্বোধনী অনুষ্টানে উপস্থিল ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা মাসুম আহমদ, সিদ্দিকুর রহমান,নিজামুল করিম, ইব্রাহিম আলী, সুজিত দে, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা ছাত্রলীগ নেতা রোমেন আহমদ, সাফরোজ ইসলাম, কল্যান কান্তি রায় সানী,তোফাজ্জল হক সুমন, আবদুল মুকিত, সিতু মিয়া, আবু হেনা, শায়েখ আহমদ জিন্নাহ প্রমুখ।

Exit mobile version