Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরসহ ৫ উপজেলার পানি নিষ্কাশনে নদী খননের দাবি

স্টাফ রিপোর্টার
জেলার ৫টি উপজেলার হাওরগুলোর পানি নিষ্কাশনের জন্য দিরাই উপজেলার খাজুয়া ও জগন্নাথপুর উপজেলার বিবিয়ানা নদী খননের দাবি করেছেন জগন্নাথপুরের নলুয়ার হাওরপাড়ের বাসিন্দারা। ঐ এলাকার বাসিন্দাদের পক্ষে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খসরু সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কাছেও এই দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, শাল্লা উপজেলার হাওরগুলোকে অকাল বন্যার হাত থেকে রক্ষা এবং দ্রুত হাওরের পানি নিষ্কাশনের জন্য দিরাই উপজেলার খাজুয়া নদী হতে বেড়া- মোহনা হয়ে ধনু নদী পর্যন্ত এবং দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের হালেয়া গ্রামের পশ্চিমের নাগেরগাঁও নদীর বাঁক সুজা করে কাটতে হবে।
এছাড়া জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ হতে আজমিরিগঞ্জের মার্কুলি বাজার পর্যন্ত বিবিয়ানা নদী খনন করতে হবে। একই সঙ্গে জগন্নাথপুর উপজেলার রতœা নদী হয়ে গাদিয়ালা পর্যন্ত খাল খনন ও দুই পাড়ে বাঁধ নির্মাণ করা খুবই জরুরি। দক্ষিণ সুনামগঞ্জের বদরপুর হতে শ্যামারচর হয়ে কালনী নদী পর্যন্ত নদী খননের দাবি রয়েছে নলুয়ার হাওরবাসীর আবেদনে।
জগন্নাথপুরের ভাটির গ্রাম মেঘারকান্দির প্রমোতোষ তালুকদার বললেন, ‘বিবিয়ানা নদী ভরাট হয়ে নদীর ওপর জনবসতি গড়ে ওঠেছে। নদীর ওপর দিরাই উপজেলার বোয়ালিয়া বাজার, ইনাতগঞ্জের কিছু অংশ, নোয়াগাঁও, বাউশি এবং গলিসালি গ্রাম গড়ে ওঠেছে। এই নদী খনন করা এখন খুবই কঠিন। এর পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদী এখন ঐ অঞ্চলের পানি প্রবাহের নদী।’
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া বলেন, ‘কালনী নদীর মুখ মার্কুলিতে বন্ধ হয়ে গেছে। এই অঞ্চলের পানি এখন কাজুয়া- চামতি হয়ে পুরাতন সুরমা থেকে ধনু নদী দিয়ে মেঘনায় প্রবাহিত হয়। এই নদীগুলোর খননের বিষয়টি পাউবো’র পরিকল্পনায় আছে। একইসঙ্গে সুরিয়া-বিবিয়ানার পানি প্রবাহিত কুশিয়ারা নদীও খননের প্রস্তাব রয়েছে।’

Exit mobile version