Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তাটির করুন অবস্থা, দ্রুত সংস্কারের দাবী

সুহেল হাসান, কলকলিয়া ইউনয়ন প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার থেকে ইউনিয়ন অফিসের রাস্তার আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সন্মুখের রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে । ফলে শিক্ষার্থীসহ পথযাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হবে। সামান্য বৃষ্টির পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে । রাস্তা জুড়ে ছোট বড় অসংখ্যা গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । ওই সড়কের প্রায় ১০০ মিটার রাস্তা এ অবস্থা সৃষ্টি হয়েছে ।কলকলিয়া বাজার সেক্রেটারী কাওছার আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন , এই রাস্তাটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে । কলকলিয়া বাজারের এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী যাতায়াত করে থাকেন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংস্কারের দাবী জানান।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম রাস্তার করুন অবস্থার কথা স্বীকার করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমি নিজেও দিনে দু তিনবার চলাচল করে থাকি। এলজিইডি আওতাধীন এ সড়কটির প্রায় ১০০ মিটার গর্তের সৃষ্টি হয়েছে । আমি একাধিকবার সড়টির সংস্কারের জন্য উপজেলা জগন্নাথপুর এলজিইডি প্রকেীশলী কে বলেছি। আশা করছি কর্তৃপক্ষ নাগরিকদূর্ভোগ লাঘরে সংস্কারের উদ্যোগি হবে।

Exit mobile version