Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের আশারকান্দিতে আ.লীগের বিরোধ নিস্পতি, নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার::  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের দুই পক্ষের  র্দীঘ চার বছরের বিরোধ  অবশেষে নিস্পতি হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় নয়াবন্দর বাজারে ঐক্যের আহবানে ডাকা আওয়ামীলীগের বিভক্ত দু পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য সকল মান অভিমান ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠ কাজ করার জন্য অঙ্গীকার বদ্ধ হন আওয়ামীলীগের দুই পক্ষের নেতাকর্মীরা।
এলাকার প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী উস্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন  উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার এম এ লতিফ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আবু ইমানি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরী, যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল হান্নান,  মুনায়েম খান চাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কয়ের ঈসরাইল, উপজেলা যুবলীগের সহ সভাপতি হামিদুর রহমান বাচ্চু, ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আহমদ হীরা, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, মনজুর আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান রাসেল প্রমুখ।
স্থানীয় নেতাকর্মীরা জানান,  প্রায় ৪ বছর পূর্বে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজাদ কাবেরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আবু ইমানির নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তারসহ সিনিয়র নেতাদের প্রচেষ্ঠায় নৌকার বিজয় নিশ্চিত করার জন্য ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দিলে এতে বিবাদমান আওয়ামীলীগের দুই পক্ষ মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হন।
এছাড়াও নেতাকর্মীরা মিষ্টি মুখ করেছেন।
Exit mobile version