Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির কে উপজেলা পরিষদের বিদায় সংবর্ধণা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে বদলী হওয়ায় জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তার সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবীদ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের জেলা ফ্যাসিলিটিটর জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেষ্ট সংবর্ধিত অতিথির হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী। এছাড়াও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদের নের্তৃত্বে শুভেচ্ছা স্মারক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের নের্তৃত্বে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিদায়ী সংবর্ধিত অতিথিকে ক্রেষ্টও উপহার তুলে দেন।


সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন, ইউএনও হুমায়ুর কবির একজন সফল প্রশাসক হিসেবে জগন্নাথপুরে দায়িত্ব পালন করেছেন। জগন্নাথপুরের উন্নয়নে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি ছিলেন আন্তরিক। যার প্রমান জগন্নাথপুরের বিভিন্ন সেক্টরে রয়েছে। জগন্নাথপুরের মানুষ ও তাঁর সফলতার স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দিয়ে সন্মান জানাতে কার্পন্য করেনি। তিনি প্রশাসনের কর্মকর্তাদেরকে এভাবে আন্তরিকতার সহিত বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারাই সফল হবেন তাদেরকে আমরা সংবর্ধনা দিব। সংবর্ধিত অতিথির বক্তব্যে বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জগন্নাথপুরের মানুষ অত্যন্ত ভাল। তাদের সার্বিক সহযোগীতা নিয়ে গত সাড়ে তিন বছর এ উপজেলায় আমার দায়িত্ব পালন করেছি। কতটুকু সফল হতে পেরেছি তা আপনারাই জানেন। তবে আমি বিশ্বাস করি, সফল হতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। দায়িত্ব পালনে জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের সেই সহযোগীতা পেয়েছি। তিনি স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী এম এ মান্নান, প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,নুরুল ইসলাম, রেজাউল করিম রিজু, উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ জগন্নাথপুর প্রেসক্লাব সদস্যদের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন,উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার চাকুরী জীবনের শেষ কর্মদিবস জগন্নাথপুর থেকে শেষ করে নতুন কর্মস্থলে যোগদিতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। তিনি জগন্নাথপুর বাসীর কথা আজীবন স্মরণ রাখবেন বলে জানান।

Exit mobile version