Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ইউনিয়ন নির্বাচনে জাল টাকা বিতরনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়নে শনিবার ভোট।ইতিমধ্যে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মেতে উঠেছেন টাকা বিতরনের খেলায়। কেউ কেউ এ খেলায় অভিনব প্রতারনার আশ্রয় নিয়ে জাল টাকার লেনদেনে মেতে উঠেছেন।এতে করে সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে জাল টাকা বিতরনের অভিযোগও করছেন।নাম প্রকাশ না করে কলকলিয়া ইউনিয়নের এক দরিদ্র ভোটার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জনৈক প্রার্থীর সমর্থক তার বাড়িতে গিয়ে ৫০০ টাকা দিয়ে এসেছিলেন। পরে জগন্নাথপুর বাজারে এসে ওই টাকা জাল হিসেবে ধরা পড়লে তিনি অনেক কষ্ট করে রেহাই পান। ওই ব্যক্তি জানান, আমরা ভোটাররা কোন প্রার্থীর কাছে টাকার জন্য যাচ্ছি না প্রার্থীরাই বাড়ি এসে টাকা দিয়ে যাচ্ছেন। এরমধ্যে জাল টাকা হলে কী আর করার আছে। বিষয়টি তিনি লজ্জায় কাউকে বলেননি বলেও জানান। নির্বাচনকে সামনে রেখে ছয়টি ইউনিয়নেই জাল টাকার ছড়াছড়ি শুরু হয়েছে। একে অন্যর পক্ষে জাল টাকার অভিযোগ এনে ফায়দা লুটারও চেষ্ঠা করছেন। এবিষয়ে জানতে চাইলে জগহন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন বলেন,জাল টাকার সুনিদিষ্ট কোন অভিযোগ পাইনি। পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version