1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের ওমর হত্যাকান্ড: উত্তপ্ত হয়ে উঠছে সিলেটের ছাত্রলীগের রাজনীতি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরের ওমর হত্যাকান্ড: উত্তপ্ত হয়ে উঠছে সিলেটের ছাত্রলীগের রাজনীতি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৩১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হওয়া জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের ওমর আহমদ মিয়াদ হত্যাকান্ড নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের রাজনীতি। মিয়াদের খুনের ঘটনার পর থেকে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। কেউ বলছেন এটি ব্যক্তিগত বিরোধ। কেউ বলছেন এটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এসবের রেশ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করতে চালাচ্ছেন নানা প্রচারণা। করছেন নানা মন্তব্য। এমন অবস্থা টিলাগড়ে ছাত্রলীগের বিভক্তিকে আরোও স্পষ্ট করে তুলেছে।

নিহত ছাত্রলীগ কর্মী, সিলেট এমসি কলেজ ও লিডিং ইউনিভার্সিটির ছাত্র ওমর আহমদ মিয়াদ ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী। আর এই খুনের পিছনে নিপু ও তার অনুসারীরা প্রথম থেকেই দোষারোপ করছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও তার অনুসারীদের। খুনের ঘটনায় গত বুধবার রাতে শাহপরাণ থানায় দায়ের করা মামলাতেও (নং-৬) এক নম্বর আসামী করা হয়েছে এম রায়হান চৌধুরীকে। এছাড়া আরোও ৯ জনের নাম উল্লেখ রয়েছে এজাহারে। অজ্ঞাত আরোও ৪/৫জন আসামীও রয়েছেন মিয়াদের বাবার দায়ের করা মামলার এজাহারে।

এদিকে মিয়াদ খুনের ঘটনা নিয়ে টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের সাথে জড়িত দুই শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন। দু’টি মন্তব্যই দেয়া হয়েছে হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের পর। এরমধ্যে বুধবার রাত ৯টা ৫১ মিনিটে নিজের ফেসবুক টাইমলাইনে মন্তব্য করেন রায়হান। আর এর পরপরই মন্তব্য করে নিপু।

এম. রায়হান চৌধুরী বলেন- ‘সম্পূর্ণ হিংসার বশবর্তী হয়ে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রমূলক, সাজানো, মিথ্যা হত্যা মামলায় যারা আজ আমাকে ফাঁসিয়েছেন, মনে রাখবেন ইতিহাস কাউকেই ক্ষমা করেনি, করবেও না। আমি ভীত নই, সত্য কে সত্য, আর মিথ্যা কে বলে যদি ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় আমি নির্দ্ধিধায় তা বরণ করে নিবো। সত্যের মৃত্যু নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

হিরন মাহমুদ নিপু বলেন- ‘সোমবারে যে খুন হয়েছিল সে জাকারিয়া মাহমুদ মাসুম নয়, সে অমর মিয়াদ। সব কিছু নিয়ে খেলা খেলার চেষ্টা করবেন না। হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই। মনে রাখবেন হিরন মাহমুদ এর গুর্দা সব মানুষের মত বাম পাশে নয়। প্রত্যেকটি আসামি গ্রেফতার হবে যে হবেই। হিরন ফকিরের ঘরে জন্ম নেয়নি যে লাশ বিক্রী করতে হবে।’

দুই নেতার মন্তব্যই তাদের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা সমাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিচ্ছেন। এসব কারণে জেলা ছাত্রলীগের বিভক্তি আরো স্পষ্ট হয়ে উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com