Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ওয়ারিদ উল্লাহ স.প্রা.বিদ্যালয়ে বই উৎসব

স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেছেন, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিশ্বের বুকে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা গত ১০ বছরে অনেক অসম্ভব কে সম্ভব করে বিশ্বের বুকে বাংলা দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। যে কারনে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জনগন এর প্রতিদান দিয়েছেন। তিনি শিক্ষক শিক্ষার্থীদের মান সন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতী গঠনে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্ধোধন উপলক্ষে মানসন্মত প্রাথমিক শিক্ষা শেখ হাসিনার দীক্ষা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক দ্বিপক কুমার পাল এর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক (উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক) বাপ্পী রানী দে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,উপজেলা যুবলীগের সহ সভাপতি
শিক্ষক সাইফুল ইসলাম রিপন,প্রবাসী কমিউনিটি নেতা মজনু আলী প্রমুখ অন্যানের মধ্যে বক্তব্য দেন,প্রবাসী শাফিয়া বেগম, বিদ্যালয়ের শিক্ষক মতিয়া বেগম,মমিনা বেগম,আয়শা বেগম,সমাজকর্মী সামছুদ্দিন প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

Exit mobile version